kalerkantho


রক্তাক্ত যৌনকর্মী

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি   

৩ মার্চ, ২০১৬ ০০:০০ঘরে ঢুকে সময় না দেওয়ায় এক যৌনকর্মীকে বেদম পিটিয়েছেন আলাউদ্দিন নামের এক খদ্দের। এতে ওই যৌনকর্মীর ঠোঁট থেঁতলে গিয়ে দুটি দাঁত ভেঙে গেছে। গুরুতর আহতাবস্থায় তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এলাকাবাসী ওই খদ্দেরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পতিতাপল্লীতে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পুুলিশ ও এলাকাবাসী জানায়, রাজবাড়ী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বিনোদপুর মহল্লার মো. আকবর হোসেনের ছেলে আলাউদ্দিন যৌনপল্লীর নিয়মিত খদ্দের। মঙ্গলবার বিকেলে তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে যান। এ সময় পল্লীর বাড়িওয়ালি ফরিদা পারভীনের ভাড়াটিয়া ওই যৌনকর্মীর (২০) সঙ্গে তাঁর দেখা হয়। পরে আলাউদ্দিন তাঁকে ঘরে ঢুকে সময় দিতে বলেন। কিন্তু যৌনকর্মী রাজি না হওয়ায় খদ্দের ক্ষিপ্ত হয়ে পাশের একটি হোটেল থেকে কাঠের চলা নিয়ে তাঁকে বেদম পিটুনি দেন। এতে যৌনকর্মীর ঠোঁট কেটে যায় এবং দুটি দাঁত ভেঙে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় বাদী হয়ে বুধবার সকালে বাড়িওয়ালি ফরিদা পারভীন আলাউদ্দিনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেছেন।

গোয়ালন্দঘাট থানার ওসি এস এম শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মন্তব্য