kalerkantho

১ম ক লা ম

ছড়া উৎসব

কিশোরগঞ্জ প্রতিনিধি   

৩ মার্চ, ২০১৬ ০০:০০কিশোরগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের ছড়া উৎসব। শহরের সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত এ ছড়া উৎসব উদ্বোধন করবেন শিশুসাহিত্যিক রফিকুল হক দাদু ভাই। সাহিত্য-সংস্কৃতি সংগঠন ‘জেগে ওঠো নরসুন্দা’র সহযোগিতায় কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ এ উৎসবের আয়োজন করেছে। ছড়াপাঠ, আবৃত্তি, আলোচনা সভা, শিশু-কিশোর সমাবেশ, স্থানীয় ছড়ালেখক ও কবি-সাহিত্যিকদের সম্প্রতি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন, নাটক, গীতি নৃত্যনাট্য, সংগীতানুষ্ঠান, সম্মাননাসহ আরো বেশকিছু আয়োজনে পরিপূর্ণ থাকবে তিন দিনের ছড়া উৎসব। উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহ জানান, ছড়া উৎসবে ভারতের ড. রাসবিহারী দত্ত, আনসার উল হক, ড. সত্যপ্রিয় মুখোপাধ্যায়, ইভা চক্রবর্তী, শীলা বিশ্বাস, ড. অরুময় বন্দ্যোপাধ্যায়সহ বাংলাদেশের বিশিষ্ট ছড়াকার ও সাহিত্যিকরা অংশ নেবেন। ছড়া উৎসবকে ঘিরে জেলা শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উৎসব উপলক্ষে সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।


মন্তব্য