kalerkantho


টেকনাফে গোলাগুলিতে নিহত ১, আহত ১১

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

৩ মার্চ, ২০১৬ ০০:০০কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব মহেশখালিয়া পাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে জয়নাল আবেদিন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই নারীসহ কমপক্ষে ১১ জন। গতকাল বুধবার সকালে ওই ঘটনা ঘটে। নিহতের লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলার পূর্ব মহেশখালিয়া পাড়ার জাফর আলীর ছেলে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত ইসমাইলের সঙ্গে পাশের সাতঘরিয়া পাড়ার মৃত তোরাব আলীর ছেলে আবু ছিদ্দিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল উভয় পক্ষে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত জয়নালকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া জানান, গুলিবিদ্ধ জয়নাল আবেদিন হাসপাতালে আনার পথেই মারা গেছেন। তাঁর মুখ ও বুকে গুলি লেগেছিল।


মন্তব্য