মুন্সীগঞ্জে বালুবাহী ট্রলির ধাক্কায় এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত ও তিন রিকশা আরোহী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহাবুদ্দিন (৬৫) স্থানীয় উত্তর চরমসুরার মৃত আব্দুলাহ চোদ্দারের ছেলে। আহতরা হলেন মুফতি সারওয়ার (৪৩), তাঁর মেয়ে রেহনুমা (৭) ও মাদ্রাসা ছাত্রী সাদিকা আক্তার (১৩)। তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সদর থানার এসআই মো. ফয়সাল জানান, বালুবাহী ট্রলিটি পেছন থেকে ব্যাটারিচালিত রিকশাটিকে ধাক্কা দিলে সাহাবুদ্দিন রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় ট্রলিটি সাহাবুদ্দিনের ওপর দিয়ে চলে যায়। এদিকে এশিয়ান হাইওয়ে সড়কের সোনারগাঁর সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় গতকাল মাইক্রোবাসের চাপায় মেহেরুন্নেছা (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি বেইলর গ্রামের সালাউদ্দিনের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বস্তল এলাকায় মারফতি (ফকিরী) গান শেষে হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। একটি মাইক্রোবাস তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের