kalerkantho


বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

১ মার্চ, ২০১৬ ০০:০০বগুড়ার শিবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে নাসির উদ্দিন খাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাসির উদ্দিন খাঁ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঠপাড়া গ্রামের মফছের আলী সরকারের ছেলে।

গতকাল সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম মমতাজ পারভীন এ আদেশ দেন। একই সঙ্গে মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত দণ্ডাদেশপ্রাপ্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খালাসপ্রাপ্তরা হলেন নাসির উদ্দিন খাঁর আগের স্ত্রী সালমা বেগম, তাঁর ভাই মছির খাঁ ও সামাদ খাঁ।


মন্তব্য