কেক কেটে ও আলোচনাসভার মধ্য দিয়ে নাটোরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সদর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, বিএনপি নেতা রওশন আলী প্রামাণিক, সাজ্জাদ হোসেন সোহাগ প্রমুখ।
এদিকে জয়পুরহাটে শুক্রবার সকালে দলের জেলা কার্যালয়ের সামনেও এ কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পপাল্য অর্পণ করা হয়। বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট হেনা কবির, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, সরদার লিয়াকত আলী, মওলানা ইসমাইল হোসেন, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...