সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত
বিজ্ঞানীরাও এ ভুলের শিকার ছিলেন। তাঁরাও ভাবতেন, জন্মানোর সময়ের কোষগুলো (নিউরন) নিয়ে জীবন পার করে মানুষ। মস্তিষ্কে আর নতুন কোষ তৈরি হয় না। ১৯৭০ সালে ধারণাটি বদলাতে থাকে, যখন দেখা গেল ইঁদুরের মস্তিষ্কে জীবনভর নতুন নতুন কোষ তৈরি হয়।
ব্যাপারটি এই হিসাবেও সাধারণ সত্য যে নবজাতকের মস্তিষ্কের ওজন হয় বড়জোর ১০ আউন্স; কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষের হয় তিন পাউন্ড। তাই নতুন কোষ না জন্মালে বাকি জায়গা ভরে কী দিয়ে। আরেকটি বিষয় বলে নেওয়া দরকার, মস্তিষ্কে শুধু নিউরন থাকে না, প্রায় সমপরিমাণ গ্লিয়াল সেল থাকে। গ্লিয়াল সেল কিন্তু নিউরন নয়। এগুলো নিউরনগুলোর মধ্যে ইনসুলেটরের (বিদ্যুৎ অপরিবাহী অন্তরক) কাজ করে। অনেকে মনে করেন ভুল ধারণাটি তৈরি হওয়ার পেছনে গ্লিয়াল সেলের ভূমিকা রয়েছে; কারণ এ সম্পর্কে আগে বেশি জানা ছিল না। বিজ্ঞানীরা এখন পরিষ্কার করেই বলছেন, একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কে প্রতিদিন ১৪০০ নতুন কোষ তৈরি হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...