স্যালাইনের ব্যাপারে কথাটি সত্য; কিন্তু সমুদ্রের পানির ক্ষেত্রে নয়। স্যালাইন মানেও লবণ-জল, তবে সমুদ্রের পানির চেয়ে এটি ভিন্ন, সহজ। কারণ স্যালাইন জীবাণুমুক্ত কিন্তু সমুদ্রের পানি নয়। সমুদ্রের পানিতে লবণ ছাড়াও ব্যাকটেরিয়া ও আরো অণুজীব থাকে। অনেক নদী থেকেও পানি এখানে এসে মেশে। আর স্যালাইন তৈরি হয় নিয়ম মেনে ও জীবাণুমুক্ত পরিবেশে।
লবণ-পানি ক্ষত সারায়—ধারণাটি কিন্তু নতুন নয়। প্রাচীন মিসর আর গ্রিসেও ক্ষত লবণ-পানি দিয়ে ধোয়ার চল ছিল। শেষে ব্যাপারটি পরিষ্কার করেই বললেন হিউস্টনের বেইলর কলেজ অব মেডিসিনের ইনস্ট্রাক্টর ইসাবেল ভালদেস, ‘সাধারণ লবণ-পানিতে জীবাণু থাকে, যেটা ক্ষতকে দূষিত করতে পারে। বাড়াতে পারে ব্যথাও। তাই সেরে না ওঠা পর্যন্ত লবণ-পানি ব্যবহার থেকে বিরত থাকুন। স্যালাইনের সঙ্গে এটিকে এক করে ফেলবেন না। কারণ স্যালাইন জীবাণুমুক্ত পরিবেশে তৈরি করা হয়, আর এটি কাজেও আসে।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...