kalerkantho


ভুল সবই ভুল

কনসেনট্রেশন ক্যাম্প একটি নািস আবিষ্কার

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

২১ এপ্রিল, ২০১৮ ০০:০০কনসেনট্রেশন ক্যাম্প একটি নািস আবিষ্কার

অনেক বেশি লোককে অল্প কয়েকজন রক্ষী দিয়ে ঘেরাও করে রাখার ফন্দি থেকে কনসেনট্রেশন ক্যাম্পের উদ্ভব। এটি এমন জায়গা, যেখানে শাসক যাদের শত্রু ভাবে তাদের একত্রিত রাখে। নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর লোকদের জন্যও কনসেনট্রেশন ক্যাম্প করার ইতিহাস রয়েছে। দোষ বা অপরাধ নয়, শাসকের মনোভাবই এ ক্ষেত্রে বিবেচ্য বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে হিটলার বাহিনীর গড়ে তোলা অসউইৎস ইতিহাসের অন্যতম কুখ্যাত কনসেনট্রেশন ক্যাম্প। বলা হয়ে থাকে ১৯৪০ থেকে ১৯৪৫ সালের মধ্যে ১১ লাখ মানুষকে হত্যা করা হয়েছে এই ক্যাম্পে। অনেককেই জবরদস্তিমূলক কাজে লাগানো হয়েছে। তবে সত্য এই কনসেনট্রেশন ক্যাম্পের আবিষ্কারক নািসরা নয়, এই কৃতিত্ব দেওয়া হয় স্প্যানিশদের। ১৮৯৫ সালে তারা স্বাধীনতাকামী কিউবান বিদ্রোহীদের দমনের নামে বহু কিউবানকে এক জায়গায় ঘেরাও করে রেখেছিল। ইতিহাস আছে ব্রিটিশদেরও। ১৯০০ থেকে ১৯০২ সালে দক্ষিণ আফ্রিকায় সংঘটিত দ্বিতীয় অ্যাংলো-বুয়র যুদ্ধে ব্রিটিশরা বুয়র যোদ্ধাদের পরিবারগুলোকে এক জায়গায় আটকে রেখেছিল। ১৮৬০ সালের দিকে আমেরিকার গৃহযুদ্ধের সময় ধরা পড়া সৈনিকদেরও নির্দিষ্ট স্থানে আটকে রাখা হয়েছিল।মন্তব্য