kalerkantho


সরকারি হলো আরো ১৪ কলেজ

নিজস্ব প্রতিবেদক   

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সরকারি হলো আরো ১৪ বেসরকারি কলেজ। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত সরকারীকরণের এই আদেশ জারি হয়। গতকাল আদেশ জারি হলেও তা ১০ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮-এর আলোকে ১৪টি কলেজ সরকারি করা হয়েছে বলে আদেশে বলা হয়।

সরকারি হওয়া কলেজগুলো হলো ফরিদপুরের সালথা উপজেলার সালথা কলেজ, নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলগতি ডিগ্রি কলেজ, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, নোয়াখালীর সুবর্ণ চর উপজেলার সৈকত ডিগ্রি কলেজ, রাঙামাটির রাজস্থালী উপজেলার রাজস্থালী কলেজ, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদঘাট ডিগ্রি কলেজ, রাজশাহীর চারঘাট উপজেলার সরদাহ মহাবিদ্যালয়, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী ডিগ্রি কলেজ, যশোরের বাঘারপাড়া শহীদ সিরাজ উদ্দিন হোসেন মহাবিদ্যালয়, খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ ডিগ্রি কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, কুষ্টিয়ার ভেড়ামার উপজেলার ভেড়ামারা মহিলা কলেজ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোবিন্দগঞ্জ কলেজ।

 

 

 মন্তব্য