বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, কর্মসূচির মৌখিক অনুমতি দেওয়ার পর বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে সরকার নতুন ফাঁদ পেতেছে। আগামী নির্বাচনের আগে দেশ জনশূন্য করার জন্যই পুলিশকে অবাধ কর্মকাণ্ডের সনদ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ঢাকায় গণঅনশন শুরুর আগে সকাল থেকে দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদের বনানীর বাসা পুলিশ ঘেরাও করে রেখেছে। নির্বিচারে গ্রেপ্তার করেছে। এভাবে পুলিশি গ্রেপ্তারে জনগণের পুঞ্জিভূত ক্ষোভ প্রশমিত হবে না।
রিজভী বলেন, গণঅনশনের কর্মসূচি থেকে ঢাকায় ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সারা দেশ থেকে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ১৫১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে দলের নেতা আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, শামসুজ্জামান সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...