kalerkantho


মানিকগঞ্জে প্রসাদ খেয়ে শিশুর মৃত্যু

হাসপাতালে ভর্তি ১০

মানিকগঞ্জ প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০মানিকগঞ্জের হরিরামপুরে পূজার প্রসাদ খেয়ে সুরভী হালদার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত শনিবার হরিরামপুরের কাণ্ঠাপাড়া গ্রামের নদিয়া হালদারের বাড়িতে নারায়ণ পূজার আয়োজন করা হয়। পরে খেতে দেওয়া হয় ‘গুলা প্রসাদ’। পরে রাত ৮টার দিকে কয়েকজন পেটে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ বমিও করে। বেশ কয়েকজন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তাদের মধ্যে গতকাল সোমবার সকালে সুরভী হালদার নামের শিশুটি মারা যায়।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মালেক বলেন, সোমবার সকালে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। বর্তমানে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা আশঙ্কামুক্ত। তিনি বলেন, কাঁচা আটা ও গুড় দিয়ে প্রসাদ খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়ে।

 

 মন্তব্য