kalerkantho


নির্বাচনকালে সীমান্ত সুরক্ষায় মিয়ানমার ও ভারতের সহযোগিতা চেয়েছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক   

১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগামী জাতীয় নির্বাচনে সীমান্ত সুরক্ষায় ভারত ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সহযোগিতা চেয়েছে। পাশাপাশি নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ রোধে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেছেন, নির্বাচনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে।

বিজিবি সদর দপ্তর পিলখানায় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক এসব কথা জানান। ভারতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সাম্প্রতিক বৈঠকের বিষয়ে জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজিবি মহাপরিচালক জানান, সীমান্ত হত্যা আগের চেয়ে কমেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে মাত্র একজন সীমান্তে নিহত হয়েছেন। এর আগে ২০০১ সালে ৭১ জন, ২০১০ সালে ৬০ জন, ২০১৫ সালে ৪৫ জন ও ২০১৬ সালে ৩১ জন সীমান্ত হত্যার শিকার হন। গত বছর নিহত হন ২২ জন।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি প্রস্তুত থাকবে।

 

 

 মন্তব্য