kalerkantho


এমপি হিসেবে শপথ নিলেন সালাম মুর্শেদী

নিজস্ব প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০খুলনা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন একসময়ের তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন ও মাহবুব আরা গিনি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনার রশীদ, সাবেক সংসদ সদস্য মো. মোল্লা জালাল, এফবিসিসিআই পরিচালক মো. হাবিবুল্লাহ ডন প্রমুখ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ ই ম গোলাম কিবরিয়া।

উল্লেখ্য, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। তাতে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সালাম মুর্শেদী। তাঁর বাড়ি খুলনার রূপসা উপজেলায়। তিনি বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি।

 মন্তব্য