kalerkantho


কোন্দল সৃষ্টিকারী নেতাদের শোকজ করবে আ. লীগ

বিশেষ প্রতিনিধি   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০দলে কোন্দল সৃষ্টিকারী নেতাদের শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেবে আওয়ামী লীগ। এ ছাড়া দলের যেসব সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে তাঁদের কাছেও চিঠি দেবে ক্ষমতাসীন দল। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গত রাতে ওই সভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা যায়, সভায় দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের অবিলম্বে নিজ নিজ বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় দলীয় কোন্দল নিরসন করতে দায়িত্ব দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে দলীয় কোন্দলের কোনো প্রভাব না পড়ে সে লক্ষ্যে ওই সব ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ।

 

 মন্তব্য