kalerkantho


প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০গত ৩০ আগস্ট কালের কণ্ঠ’র ‘প্রিয় দেশ’ পাতায় প্রকাশিত ‘সিংড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম। প্রতিবাদে মাহাবুবুল আলম জানান, বাঁশের সাঁকো নির্মাণের জন্য তিনি কোনো অর্থ উত্তোলন করেননি। অন্যদিকে ১০৮ জন বয়স্ক ও প্রতিবন্ধীর ভাতা উত্তোলনের সময় বন্ধুচুলা নিতে আগ্রহীদের কাছ থেকে বন্ধুচুলা সরবরাহকারী প্রতিষ্ঠান টাকা নিয়েছে। এর সঙ্গে তিনি সম্পৃক্ত নন। কয়েকজন ইউপি সদস্য অসৎ উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।মন্তব্য