এবার বর্ষাকালে দেশে বৃষ্টি ছিল প্রায় অনুপস্থিত। এ কারণে পানির অভাবে আউশ-আমন ধান চাষেও বিঘ্ন ঘটে। এ অবস্থায় গত কয়েক দিনে উজান থেকে নেমে আসা ঢলে দেশের বেশ কয়েকটি নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে বইছে। এরই মধ্যে বহু এলাকা প্লাবিত হয়ে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উজান থেকে এভাবে পানি আসা অব্যাহত থাকলে দেশে বন্যার আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে :
রাজশাহীর পদ্মা নদীতে প্রায় এক সপ্তাহ ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিদিন চার-পাঁচ সেন্টিমিটার হারে পানি বাড়ছে। এরই মধ্যে পদ্মা-তীরবর্তী নিচু এলাকা ডুবে গেছে। পদ্মার ওপারে সীমান্তবর্তী চরগুলোতেও বন্যা দেখা দিয়েছে।
রাজশাহী পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, গতকাল মঙ্গলবার সকালে পদ্মায় পানির পরিমাণ গিয়ে দাঁড়ায় ১৭ দশমিক ১৬ মিটার। এভাবে বাড়তে থাকলে বাংলাদেশের পদ্মায়ও এর প্রভাব পড়বে। তখন দেশে বন্যা দেখা দিতে পারে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, ‘প্রতিবছর বর্ষায় ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়। ফারাক্কা বাঁধের পানি ধারণক্ষমতা ৫০ হাজার কিউসেক। এর অতিরিক্ত হলে বাঁধ দিয়ে এসে পদ্মার পানির উচ্চতা বেড়ে যায়। তবে বন্যা নিয়ে এখনো আমরা শঙ্কিত নই।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং পানি বিশ্লেষক চৌধুরী সারোয়ার জাহান সজল বলেন, ‘উজান থেকে নেমে আসা সেই পানি বাংলাদেশের পদ্মা ও তিস্তায় এসে পড়ছে। তাতে এসব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এমনকি বন্যার আশঙ্কাও রয়েছে।’
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদী-তীরবর্তী সাত ইউনিয়নের নিমাঞ্চল প্লাবিত হওয়ায় প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া তিস্তার ভাঙন তীব্র আকার ধারণ করায় লোকজন তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি গতকাল মঙ্গলবার বিপত্সীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদ-নদী অববাহিকার ২০টি ইউনিয়নের অর্ধশত গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়ার তিস্তা ব্যারাজ পয়েন্টে গত সোমবার মধ্যরাতে নদীর পানি বিপত্সীমা অতিক্রম করে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...