kalerkantho


ইস্পাহানী কলেজ সরকারি হওয়ায় আনন্দ শোভাযাত্রা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০কেরানীগঞ্জের ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারীকরণ উপলক্ষে গতকাল শনিবার দুই দফায় আনন্দ শোভাযাত্রা বের করেছেন কলেজটির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ও অন্যটির নেতৃত্বে ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। ইস্পাহানী কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সেটিকে সরকারীকরণের লক্ষ্যে চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের  প্রচেষ্টায় আগস্ট মাসে প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে কলেজটিকে সরকারীকরণ করা হয়।

 মন্তব্য