kalerkantho


সিলেটে সম্প্রীতি বাংলাদেশের সুধী সমাবেশ

সিলেট অফিস   

১৭ জুলাই, ২০১৮ ০০:০০সম্প্রীতির যে ঘাটতি দেখা দিয়েছে তা নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘সম্প্রীতির ঘাটতি সারা পৃথিবীতেই দেখা দিয়েছে। পাশের দেশে রোহিঙ্গারা ছিল, তাদের দেশ থেকে তাড়িয়ে আমাদের দেশে নিয়ে এলো। ইউরোপ জ্ঞানে-বিজ্ঞানে রেনেসাঁ করে এত উন্নত হয়েও দেশগুলো উদ্বাস্তু মানুষকে আশ্রয় দিচ্ছে না। তাই এসব নিয়ে হতাশ হলে চলবে না।’ গতকাল সোমবার সিলেটের হাফিজ কমপ্লেক্সে সম্প্রীতি বাংলাদেশের সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

ঘৃণ্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এ দেশে পুনর্বার জাগরণ ঘটাতেই আত্মপ্রকাশ করেছে সম্প্রীতি বাংলাদেশ নামের সংগঠনটি। ধর্মান্ধ ও সাম্প্রদায়িক মহলটিকে রুখে দিতে দেশব্যাপী সভা-সেমিনারের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় সিলেটে আয়োজিত ‘গাহি সাম্যের গান’ শীর্ষক অনুষ্ঠানে সেখানকার বিশিষ্টজনরা একাত্মতা জানান।

সুধী সামবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক ও বিশিষ্ট অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মামুন আল মাহতাব। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন, দেশের জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, শহীদকন্যা নুজহাত চৌধুরী, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ সিরাজ, রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের সহসম্পাদক স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, বৌদ্ধ সমিতি সিলেটের সাবেক সভাপতি রামেন্দু বড়ুয়া, জগদ্বন্ধু মঠের অধ্যক্ষ বন্ধুপ্রীতম মহারাজ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতা দীপন নিঝুম সাংমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, আটাব সিলেটের সভাপতি আব্দুল জলিল জব্বার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আনাম চৌধুরী মিন্টু, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী প্রমুখ।মন্তব্য