kalerkantho


হবিগঞ্জে তাবলিগ জামাতের সংকট নিরসনে সভা

হবিগঞ্জ প্রতিনিধি   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০তাবলিগ জামাতের সাম্প্রতিক সংকটের প্রভাব পড়েছে হবিগঞ্জেও। এ সংকট নিরসনে হবিগঞ্জ মার্কাজ আহলে শুরা এবং মাওলানা তাফাজ্জুল হকের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় উমেদনগর টাইটেল মাদরাসায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় আড়াই হাজার ওলামা উপস্থিত ছিলেন।

মাওলানা তাফাজ্জুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকার কাকরাইল মসজিদের প্রধান মুরব্বি হাফেজ মাওলানা যুবায়ের আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় বিষয়ে সর্বাবস্থায় ওলামায়ে কেরামের দিকনির্দেশনা মেনে চলতে হবে। বর্তমান সময়ে তাবলিগের সংকট নিরসনে ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সভায় উপস্থিত ছিলেন মুফতি আব্দুল বার,  আব্দুল মতিন, মাওলানা আব্দুস সামাদ চৌধুরী, হাফেজ আলমগীর প্রমুখ।মন্তব্য