kalerkantho


মাদারগঞ্জে আওয়ামী লীগের ব্যতিক্রমধর্মী সংগঠন মেলা

জামালপুর প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৮ ০০:০০মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সংগঠন মেলা। উদ্যাপিত হবে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী এ মেলার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্তত ২০ জন নেতা এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

গতকাল জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠন মেলার নানা দিক তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। তিনি জানান, মাদারগঞ্জ উপজেলাকে সারা দেশের মধ্যে আওয়ামী লীগের মডেল সাংগঠনিক উপজেলা হিসেবে স্বীকৃতি অর্জনের লক্ষ্য নিয়েই মেলার আয়োজন। মাদারগঞ্জ উপজেলায় একটি পৌরসভাসহ আটটি ইউনিয়ন ও ৭২টি ওয়ার্ড নিয়ে আওয়ামী লীগের ৮১টি ইউনিট রয়েছে। এখানে পূর্ণাঙ্গ ৭২৯টি কমিটি ও ৩০ হাজার ৩৭৫ জন কমিটিভুক্ত নেতাকর্মী রয়েছে। কমিটিগুলো গঠনতন্ত্র মেনে প্রতি মাসে একটি করে মাসিক সভা, প্রতি তিন মাসে বর্ধিতসভা, কর্মী সমাবেশ, জনসভা, প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন জাতীয় কর্মসূচি নিয়মিতভাবে পালন করে আসছে। সংগঠন মেলায় উপজেলা আওয়ামী লীগের একটি স্টলসহ ২১টি তথ্য ও বিক্রয়কেন্দ্র থাকবে। সংগঠন ও সংগঠক পর্যায়ে ৩৮২টি সম্মাননা পুরস্কার দেওয়া হবে। মেলা চলবে শনিবার বিকেল ৫টা পর্যন্ত।  সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চান, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবনকৃষ্ণ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য