kalerkantho


অবৈধ বাংলাদেশিদের শনাক্তে জার্মানিতে ঢাকার প্রতিনিধিদল

কূটনৈতিক প্রতিবেদক   

২৫ জুন, ২০১৮ ০০:০০অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে জার্মানি সফর করছে ঢাকার একটি প্রতিনিধিদল। গতকাল রবিবার থেকে তাদের ছয় দিনের সফর শুরু হয়েছে।

এতে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, পুলিশ ও দুটি গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তারা ওই প্রতিনিধিদলে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক কর্মকর্তা জানান, অবৈধ বা অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের নাগরিকত্ব যাচাই সাপেক্ষে বাংলাদেশ তাদের ফিরিয়ে আনবে।মন্তব্য