kalerkantho


আইসিআরসি প্রেসিডেন্ট আসছেন ৩ দিনের সফরে

কূটনৈতিক প্রতিবেদক   

২২ জুন, ২০১৮ ০০:০০আইসিআরসি প্রেসিডেন্ট আসছেন ৩ দিনের সফরে

আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা তিন দিনের সফরে ৩০ জুন বাংলাদেশে আসছেন। তিনি রাখাইন রাজ্যের সংকটের কারণে ক্ষতিগ্রস্তদের দেখতে এর আগে মিয়ানমার সফর করবেন। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম উইং কিমেরও আগামী ৩০ জুন বাংলাদেশে আসার কথা রয়েছে।

আইসিআরসি জানায়, পিটার মাউরা দুই দেশের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সঙ্গে দেখা করবেন। এর পাশাপাশি তিনি দুই দেশেই শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। মিয়ানমারে তিনি স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উ উইন মিন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধিদের সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে।

পিটার মাউরা বলেছেন, ‘মানবিক সাহায্য সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুর্দশা কমাতে কঠিন পরিস্থিতিতেও যথাসাধ্য চেষ্টা করছে, বিশেষ করে এই বর্ষা মৌসুমে। কিন্তু ১০ মাস পরেও, অনেক কথা এবং সব ধরনের প্রচেষ্টার পরও এখনো অগণিত মানুষ দুর্বিষহ কষ্টে আছে। জরুরি সেবা ও সহায়তা কার্যক্রম চলতে থাকবে। পাশাপাশি মানবিক সহায়তাকর্মী, উন্নয়নকর্মী এবং কর্তৃপক্ষসহ সব পক্ষের তরফ থেকে এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে জরুরি অগ্রগতি থাকতে হবে।’মন্তব্য