kalerkantho


শপথ নিলেন এমপি হাবিবুন নাহার

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুন, ২০১৮ ০০:০০শপথ নিলেন এমপি হাবিবুন নাহার

বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য হাবিবুন নাহার শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংক্ষিপ্ত শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার।

উল্লেখ্য, এই আসনের নির্বাচিত এমপি ছিলেন হাবিবুন নাহারের স্বামী তালুকদার আবদুল খালেক; যিনি পদত্যাগ করে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন।মন্তব্য