kalerkantho


জাহাঙ্গীর ৫৭টি ওয়ার্ডেই ইফতার শেষ করলেন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি   

১৪ জুন, ২০১৮ ০০:০০গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে সর্বস্তরের মানুষের সঙ্গে ইফতার শেষ করলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম। গতকাল বুধবার নগরীর ৫০ ও ৫৭ নম্বর ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। ইফতারপূর্ব আলোচনায় জাহাঙ্গীর আলম বলেন, তিনি কাজে বিশ্বাস করেন। কথা আর প্রতিশ্রুতির রাজনীতির সময় শেষ। মানুষও কাজে বিশ্বাস করে। তিনি সেবক হিসেবে নয়, নগরবাসীর চাকর হয়ে কাজ করতে চান।

মহাজোট সমর্থিত আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলমের পক্ষে মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ১০টি থানা আওয়ামী লীগ ২৭ দিনে শতাধিক ইফতার মাহফিলের আয়োজন করে।

গতকাল নগরীর ৫০ নম্বর ওয়ার্ড গাজীপুরা ঈদগাহ মাঠ এবং ৫৭ নম্বর ওয়ার্ড টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল হয়। টঙ্গী বাজার মসজিদে আব্দুল বাসেত খানের সভাপতিত্বে  জাহাঙ্গীর আলম, আজমত উল্লাহ খান,  কাজী মোজাম্মেল হক, কাজী ইলিয়াস আহমেদ, মো. আজহার উদ্দিন, মো. গিয়াস উদ্দিন ও কাজী মো. সেলিম বক্তব্য দেন।

 মন্তব্য