kalerkantho


ঈদে দেশব্যাপী জাকের পার্টির ৮৭ জনজামাত

১৪ জুন, ২০১৮ ০০:০০ঈদুল ফিতরে জাকের পার্টি রাজধানী ঢাকাসহ সারা দেশে ৮৭টি জনজামাতের আয়োজন করেছে। টানা সাত বছর ধরে জাকের পার্টি দেশজুড়ে ঈদ জামাতের আয়োজন করছে।

রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ অংশে দুটি এবং দেশব্যাপী মহানগর, জেলা সদর ও সাংগঠনিক জেলায় আরো ৮৫টি ঈদ জনজামাত অনুষ্ঠিত হবে। সব জামাত সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য