kalerkantho


মাদক ছেড়ে ১৩৮ জন সুপথে

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুন, ২০১৮ ০০:০০মাদকাসক্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছে রাজধানীর পুরান ঢাকার ১৩৮ জন। গতকাল মঙ্গলবার বিকেলে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের আয়োজনে এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা জানান, মাদক ছেড়ে ‘সুপথে ফেরা’ এই ১৩৮ জন ডিএমপির লালবাগ বিভাগের ছয়টি থানার বাসিন্দা।মন্তব্য