kalerkantho


গফরগাঁওয়ে শুভসংঘের ঈদসামগ্রী বিতরণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১১ জুন, ২০১৮ ০০:০০ময়মনসিংহের গফরগাঁওয়ে কালের কণ্ঠ’র পাঠক ফোরাম শুভসংঘের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শনিবার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে অর্ধ শতাধিক দুস্থ-প্রতিবন্ধীর মাঝে দুই প্যাকেট করে সেমাই, এক কেজি করে চিনি, এক কেজি করে পোলাওয়ের চাল, ২৫০ গ্রাম করে পিঠা ও টাকা বিতরণ করা হয়।

পরে উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শামীম রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও শুভসংঘের প্রধান উপদেষ্টা ডা. অ্যাডভোকেট কে এম এহসান, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের একান্ত সচিব মাসুদ হোসেন সোহেল, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ, গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি মাহতাব উদ্দিন সাদেক, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা বুলবুল হোসেন কালু, পৌর কাউন্সিলর পারভীন আক্তার, ব্যবসায়ী ওমর ফারুক, সাংবাদিক নজরুল ইসলাম, জুবায়ের হোসেন সুমন, মেহেদী হাসান বাবুল, লুবনা আক্তার, তানভীর সিদ্দিক প্রিন্স প্রমুখ।

 

 মন্তব্য