kalerkantho


জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্সে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১১ জুন, ২০১৮ ০০:০০জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্সে (নিয়মিত) ভর্তির দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদনের সময়সীমা আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) থেকে আবেদন ফরম পূরণ করা যাবে।

প্রিলিমিনারি টু মাস্টার্সে (নিয়মিত/প্রাইভেট) আবেদন সম্পর্কিত জটিলতা নিরসন : গত ৩ জুলাই প্রকাশিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্সে (নিয়মিত/প্রাইভেট) ভর্তিতে ডাটা বেইস সমস্যার কারণে ২০১৫ সালে ডিগ্রি (পাস) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন করতে সমস্যা হচ্ছিল। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর ডাটা বেইস সংশোধন করা হয়। এখন ২০১৫ সালের ডিগ্রি (পাস) শিক্ষার্থীরাও ভর্তির আবেদন করতে পারবেন।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 মন্তব্য