kalerkantho


রাজশাহীতে পৃথক ঘটনায় দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

২২ মে, ২০১৮ ০০:০০রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছে। এর মধ্যে গত রবিবার রাতে দুর্গাপুরে প্রতিপক্ষের শাবলের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়। আর বড় ভাইয়ের সঙ্গে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে পুঠিয়া উপজেলায়।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তির নাম ইসহাক আলী (৩৮)। তিনি দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের সুখানদীঘি এলাকার বাসিন্দা।

নিহতের ছোট ভাই ইসরাফিল হোসেনের অভিযোগ, গ্রামের আবদুল আউয়াল নামে এক ব্যক্তির গরু একই গ্রামের মনতাজ আলীর মরিচের ক্ষেত নষ্ট করে। বিষয়টি নিয়ে রবিবার ইফতরের পর দুই পক্ষ সালিসে বসে। কিন্তু সেখানে উভয় পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। এ সময় মনতাজ আলীর লোকজনের শাবলের আঘাতে মৃত্যু হয় আউয়ালের ভাতিজা ইসহাকের।

এদিকে পুঠিয়ার বেলপুকুরে বড় ভাইয়ের সঙ্গে মারামারি করতে গিয়ে পিয়ারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে জামিরা হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গতকাল দুই ভাইয়ের মধ্যে মারামারি বেধে যায়।

বেলপুকুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মন্তব্য