kalerkantho


বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা

ঝালকাঠি জেলায় বিজয়ী হরচন্দ্র বালিকা বিদ্যালয়

ঝালকাঠি প্রতিনিধি   

১৭ মে, ২০১৮ ০০:০০বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় গতকাল বুধবার ঝালকাঠি জেলায় বিজয়ী হয়েছে সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। কালের কণ্ঠ’র শুভসংঘ আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা খাতা।

‘যুক্তিতে আলোকিত হও’ স্লোগান নিয়ে গতকাল ঝালকাঠিতে হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর খান। এতে চ্যাম্পিয়ন হয়ে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতার বিভাগীয় পর্বে উন্নীত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, শিক্ষক তৌহিদ হোসেন খান, মো. মাসুম বিল্লাহ, ড. ইমদাদুল হক মামুন, নার্গিস আক্তার, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, অ্যাডভোকেট আক্কাস সিকদার, শফিউল ইসলাম সৈকত প্রমুখ।মন্তব্য