kalerkantho


বজ্রপাতে নারী শিশুসহ তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও দিনাজপুর প্রতিনিধি   

১৬ মে, ২০১৮ ০০:০০রাজশাহী ও দিনাজপুরে গতকাল মঙ্গলবার বজ্রপাতে নারী শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

এসব ঘটনায় আহত হয়েছে আরো দুজন। গতকাল রাজশাহীর গোদাগাড়ী মোহনপুর ইউনিয়নের চান্দলায় গ্রামে শিশুসহ দুজন নিহত হয়েছে।

দুপুরে দিনাজপুরের বিরামপুর কাটলা হরিরামপুর গ্রামে এক গৃহবধূর মৃত্যু হয়।

নিহতরা হলো গোদাগাড়ী উপজেলার শিমলা গ্রামের ময়েদ আলীর ছেলে সেলিম (৩০) ও শিশু আব্দুল্লাহ (৭)। দিনাজপুরের বিরামপুরের গৃহবধূর নাম কার্তিকী বালা (৫৫)।

জানা যায়, গোদাগাড়ী উপজেলার শিমলা গ্রামের ময়েদ আলীর ছেলে সেলিম (৩০) নামের এক কৃষক মাঠে ধান কাটার কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।

এ সময় দুজন কৃষক জ্ঞান হারিয়ে ফেলে। পরে তারা বাড়ি ফিরে যায়। এ ছাড়া দুুপুর ১টার দিকে বাড়ির উঠানে শিশু আব্দুল্লাহ খেলা করছিল।

হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ সময় একটি মহিষও মারা যায়। দিনাজপুরের বিরামপুরে বজ্রপাতে ঝলসে গিয়ে গৃহবধূ কার্তিকী বালা মারা যান। তিনি কাটলা হরিরামপুর গ্রামে বাসিন্দা। দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে মাঠ থেকে বাড়িতে ফিরছিলেন তিনি।মন্তব্য