kalerkantho


কাভার্ড ভ্যানে পিষ্ট কলেজছাত্রী

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ এপ্রিল, ২০১৮ ০০:০০কাভার্ড ভ্যানে পিষ্ট কলেজছাত্রী

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় নিহত কলেজছাত্রী রিয়া বড়ুয়া (ইনসেটে) স্বজনদের আহাজারি। ছবি : কালের কণ্ঠ

সড়ক দুর্ঘটনায় দেশের ছয় জেলায় সাতজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতদের মধ্যে ময়মনসিংহে দুই মোটরসাইকেল আরোহী, চট্টগ্রামে রিকশাযাত্রী কলেজছাত্রী, বরিশালে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র, নেত্রকোনার মোহনগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু, চাঁপাইনবাবগঞ্জে পথচারী ও সুনামগঞ্জে কিষাণি রয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে—

চট্টগ্রাম : নগরের ষোলোশহর দুই নম্বর গেট এলাকায় গতকাল দুপুরে কাভার্ড ভ্যানের চাকায় পিস্ট হয়ে রিকশাযাত্রী কলেজছাত্রী রিয়া বড়ুয়া (২২) নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পথচারীরা ঘাতক চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুর-তারাকান্দা সড়কের মধুপুর নামক স্থানে জ্বালানিবাহী ট্যাংকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো ফুলপুরের বালিখা ইউনিয়নের দোহালিয়া গ্রামের মোফাজ্জল খলিফার ছেলে সদ্য বিবাহিত এনামুল হক এনা (২৬) ও একই গ্রামের মাহিন্দ্রচালক রফিকুল ইসলামের ছেলে হৃদয় (১৬)।

বরিশাল : বরিশালের হিজলা উপজেলার মাউতলা নামক স্থানে বুধবার রাত ১০টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় মাজহারুল ইসলাম সেতু (১৮) নামের এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সেতুর পাশের মুলাদী উপজেলার আন্ধারমানিক গ্রামের সাইফুল ইসলাম মনির মিয়ার ছেলে ও সরকারি মুলাদী কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে একই মোটরসাইকেল আরোহী আরো তিনজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

হাওরাঞ্চল : নেত্রকোনার মোহনগঞ্জে গতকাল সকালে অটোরিকশার নিচে চাপা পড়ে নাহিদ আহম্মেদ নামের চার বছরের শিশু নিহত হয়েছে। নাহিদ মোহনগঞ্জ-ছেঁচরাখালী সড়কের মাইলোড়া এলাকার নূরুজ্জামানের ছেলে। নূরুজ্জামানের স্ত্রী রুবিনা আক্তার বাড়ির পাশের সড়কের ধারে ছেলেকে দাঁড় করিয়ে রিকশার ভাড়া দেওয়ার সময় অটোরিকশা তাকে চাপা দেয়।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদরের বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাদুড়তলা এলাকায় গতকাল বিকেলে ট্রাকচাপায় পথচারী শাহ আলম (৫৫) নিহত হয়েছেন। শাহ আলম একই ইউনিয়নের লক্ষ্মীপুর বাগুনপাড়া এলাকার বাসিন্দা।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ-সিলেট সড়কের জয়কলস এলাকায় গতকাল বিকেলে বেপরোয়া ট্রাকচাপায় রাস্তায় ধান শুকাতে দেওয়া কিষাণি গোলনাহার বেগম (৪৫) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।

 

 মন্তব্য