kalerkantho


তরীকতের মহাসচিবকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক   

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ক্ষমতাসীন ১৪ দলের শরিক তরীকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে সংসদ সদস্য এম এ আউয়ালকে অপসারণ করা হয়েছে। মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হককে।

গতকাল সকালে ধানমণ্ডিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় ২৮ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তরীকতের জাতীয় সম্মেলনও স্থগিত করা হয়েছে। একই দিন একই স্থানে দলটির জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এ সভায় সব সাংগঠনিক জেলাকে উপস্থিত থাকতে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।

 মন্তব্য