বরিশালের কাউনিয়া ও বাকেরগঞ্জ থেকে গত দুই দিনে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টায় কাউনিয়ার একটি ডোবা থেকে স্কুলছাত্র বেলাল শেখের (১০) এবং শনিবার সন্ধ্যায় বাকেরগঞ্জ থেকে গৃহবধূ মরিয়ম বেগমের লাশ উদ্ধার হয়।
বেলাল নগরের গগন গলি এলাকার আ. রব শেখের ছেলে। সে স্থানীয় মৎস্য শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
কাউনিয়া থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।’
এদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের পাণ্ডব নদের তীর থেকে গৃহবধূ মরিয়মের লাশ উদ্ধার করা হয়। তিনি কলসকাঠি ইউনিয়নের রফিক মীরের স্ত্রী।
বাকেরগঞ্জ থানার ওসি মাসুদুজ্জামান বলেন, ‘মরিয়ম দুই দিন আগে থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সন্ধ্যায় পাণ্ডব নদের তীর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের