kalerkantho


পথশিশুদের ভ্রাম্যমাণ ক্লিনিক, সেবা পেল পল্লবীর শিশুরা

নিজস্ব প্রতিবেদক   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে ‘পথশিশুদের ভ্রাম্যমাণ ক্লিনিক প্রকল্পের’ উদ্যোগে গতকাল মঙ্গলবার মিরপুরের পল্লবীতে ৪০ জন পথশিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: সিরাজুল ইসলাম এসব পথশিশুকে চিকিৎসা প্রদান করেন। এতে সহযোগিতা দেন পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের ডা: উৎপল সূত্রধর, প্রকল্প পরিচালক মো: কামরুজ্জামান ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মনসুর আহমেদ। মিরপুর ফুল বাগান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা পথশিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়।

 মন্তব্য