kalerkantho


অলির জন্মদিনে মোদির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০২০ দলীয় জোটের অন্যতম নেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রীর বার্তায় লেখা ছিল, ‘প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও আপনার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক, নরেন্দ্র মোদি।’ উল্লেখ্য, গতকাল ১৩ মার্চ ছিল ড. কর্নেল (অব.) অলি আহমদের ৮০তম জন্মদিন।

এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করে জানান, দেশের প্রবীণ এই রাজনীতিবিদ কখনো তাঁর জন্মদিন পালন করেন না। একজন মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন।

 

 মন্তব্য