kalerkantho


ঠাকুরগাঁওয়ে এমপি দবিরুলের বাড়িতে ডাকাতি

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গীর বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় টাকা, স্বর্ণালংকারসহ মালপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা। যাওয়ার সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

ওই বাড়িতে এমপির অসুস্থ স্ত্রী মোমিনা খাতুন ছিলেন। এমপি দবিরুল ইসলাম চিকিৎসার জন্য দুই ছেলে মাজহারুল ইসলাম সুজন ও মোমিনুল ইসলাম সুমনকে নিয়ে থাইল্যান্ডে রয়েছেন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের রংপুর বিভাগীয় অ্যাডিশনাল ডিআইজি আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

এমপি দবিরুলের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জানান, ডাকাতরা ১৪ থেকে ২০ জনের দল হতে পারে, বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তা জানা গেছে।

 মন্তব্য