kalerkantho


ছাত্রদল নেতা মিলনকে বিএনপির শেষ শ্রদ্ধা

‘রোহিঙ্গাদের চেয়েও খারাপ অবস্থা কি না’

নিজস্ব প্রতিবেদক   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০কারাগারে অসুস্থ হয়ে মারা যাওয়া রাজধানীর তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর কফিন দলীয় পতাকায় ঢেকে দিয়ে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর বাদ জোহর মিলনের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে পরিবারের সদস্যরা জানান, মিলনের লাশ গাজীপুরের পুবাইলে দাফন করা হবে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলনের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা। এ সময় প্রয়াত মিলনের প্রতি ‘স্যালুট’ জানান মির্জা ফখরুল।

তা ছাড়া জানাজায় আরো উপস্থিত ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, রুহুল কবীর রিজভী, খায়রুল কবীর খোকন, হারুনুর রশীদ, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুুলু, নজরুল ইসলাম মনজু, এমরান সালেহ প্রিন্স, শামীমুর রহমান শামীম, শহীদুল ইসলাম বাবুল, রফিক শিকদার, সাইফুল ইসলাম ফিরোজ, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ কয়েক শ নেতাকর্মী।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘মিলন শহীদ হয়ে গেল। তার (মিলন) এই শাহাদাত আমাদের শক্তি জুগিয়েছে, আমাদের আরো ঐক্যবদ্ধ করেছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখব। এই জানাজায় আল্লাহর কাছে দাঁড়িয়ে দোয়া করি, এই দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিন, মুক্তি দিন আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের।’মন্তব্য