kalerkantho


জাফর ইকবাল আক্রান্ত

ফখরুলের মন্তব্যে বিএনপির ভোট কমবে : কাদের

নিজস্ব প্রতিবেদক   

৭ মার্চ, ২০১৮ ০০:০০বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলায় আওয়ামী লীগের হাত আছে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাস করবে না। এতে বরং বিএনপির ভোট আরো কমবে।’ তিনি বলেন, ‘এটা মিথ্যাচারের ভাঙা রেকর্ড। বিএনপি এটাই বলবে।’

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীতে সেতু ভবনে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে শিগগিরই ভারত যাবে বলে জানান ওবায়দুল কাদের। তবে তিনি বলেন, ‘দিল্লিতে সোলারের ওপর একটি সামিট (সম্মেলন) থাকায় সফরের তারিখে কিছুটা পরিবর্তন হতে পারে। নাও হতে পারে। সফরসূচি এখনো হাতে আসেনি। সফরটি এ মাসেও হতে পারে, আবার আগামী মাসের প্রথম সপ্তাহেও হতে পারে। তবে দুই থেকে তিন দিনের মধ্যে শিডিউল জানতে পারব।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা পার্টি টু পার্টি আমন্ত্রণ। বিজেপির জেনারেল সেক্রেটারি আমন্ত্রণ করেছেন। সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে দেখা হবে। পার্টি লেভেলে ও সরকারি লেভেলে দুইভাবে সাক্ষাৎ হবে।’

ভারতের বিরোধী দলের কারো সঙ্গে সাক্ষাৎ হবে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা ভারতীয় কর্তৃপক্ষ বলতে পারবে।’

সড়কমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্কের সবচেয়ে ভালো সময় যাচ্ছে এখন। আগে সন্দেহ ছিল, সেই দেয়াল ভেঙে গেছে। সীমান্ত চুক্তির পর বিরাট চ্যালেঞ্জ অতিক্রম করেছি।’

ড. জাফর ইকবালের শয্যাপাশে : ওবায়দুল কাদের গতকাল সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ড. জাফর ইকবালকে দেখতে যান। তিনি জাফর ইকবালের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

 মন্তব্য