kalerkantho


ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আজ ফের ভোট গণনা শুরু

নিজস্ব প্রতিবেদক   

৩ মার্চ, ২০১৮ ০০:০০ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোট গণনা আজ শনিবার সকাল ৮টায় শুরু হচ্ছে। দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে ভোট গণনা শুরু হলেও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের জের ধরে গণনা স্থগিত করা হয়েছিল।

গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের সদস্য, দুই দলের প্রার্থী, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতির উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় আজ সকাল ৮টায় শুরু করার সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আনিসুর রহমান কালের কণ্ঠকে জানান, সুন্দর পরিবেশে সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ শনিবার সকাল থেকে ভোট গণনার সিদ্ধান্ত দিয়েছেন। বহিরাগতদের ভোট গণনার সময় সেখানে ঢুকতে দেওয়া হবে না। গতকালের সভায় উপস্থিত আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান মামুনও একই কথা জানান।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শুরু হওয়ার পরই বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আইনজীবীদের মধ্যে সংঘর্ষের পর ভোট গণনা স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার খন্দকার আবদুল মান্নান। ওই সংঘর্ষে আহত হয়ে তিনি এখনো হাসপাতালে আছেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার ও বুধবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ঢাকার আদালতপাড়ায় উৎসবমুখর পরিবেশে আইনজীবীরা ভোট দেন। বুধবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন বৃহস্পতিবার ভোট গণনার সিদ্ধান্ত দেয়।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, এবার ভোটার সংখ্যা ১৬ হাজার ১২৯। দুই দিনে ৯ হাজার ১১ জন ভোটার ভোট দেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ২৭টি পদের বিপরীতে এবার ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।

সাদা প্যানেলের সভাপতি পদে প্রার্থী আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মামুন। অন্যদিকে নীল প্যানেলের সভাপতি পদপ্রার্থী গোলাম মোস্তফা খান ও সাধারণ সম্পাদক পদে হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।মন্তব্য