kalerkantho


রাবিতে শেষ হলো চাকরি মেলা ১৩০ জন নিয়োগ পাবে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২ মার্চ, ২০১৮ ০০:০০রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী চাকরি মেলা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে এ মেলার সমাপনী হয়। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন কম্পানি ১৩০ জন চাকরিপ্রত্যাশীকে নিয়োগ দেবে বলে জানা গেছে। মেলার মিডিয়া পার্টনার ছিল কালের কণ্ঠ।

মেলার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, মেলায় প্রায় সাড়ে চার হাজার চাকরিপ্রত্যাশী সিভি জমা দেয়। কম্পানিগুলো সিভি বাছাই শেষে ১৭৫ জনকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করে। পরীক্ষা শেষে কম্পানিগুলো মোট ১৩০ প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দেবে। এ ছাড়া দুই দিনব্যাপী এ মেলায় ক্যারিয়ার উন্নয়নবিষয়ক ১১টি সেমিনার অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি শাহিনুর রহমান শাকিলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ আব্দুল্লাহ শাওন প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার শুরু হওয়া এ মেলায় মোট ২৬টি কম্পানি অংশগ্রহণ করে। মেলা চলাকালে প্রতিটি কম্পানি চাকরিপ্রত্যাশীদের থেকে সিভি সংগ্রহ করে।মন্তব্য