kalerkantho


বসুন্ধরা আই হসপিটাল

ভালোবাসা দিবসে বিনা খরচে অপারেশন ৩৪ জনের

নিজস্ব প্রতিবেদক   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ভালোবাসা দিবসে বিনা খরচে অপারেশন ৩৪ জনের

বসুন্ধরা আই হসপিটালে বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। ছবি : কালের কণ্ঠ

ভালোবাসা দিবসে বিনা খরচে ৩৪ জনের চোখ অপারেশন করেছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে অধ্যাপক ডা. সালেহ আহম্মেদ, ডা. মজিবর রহমান, ডা. রুবিনা আক্তারসহ বেশ কয়েকজন চিকিৎসক ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ মে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল কুষ্টিয়ার হরিণায়নপুরে বিনা মূল্যে চিকিৎসা দেন। সেখানে এক হাজার ৬০০ জন রোগীকে সেবা দেওয়া হয়। তবে জটিল সমস্যা ধরা পড়ায় ১০০ রোগীকে বিনা মূল্যে অপারেশনের জন্য ঢাকায় আসতে বলা হয়। পর্যায়ক্রমে এ অপারেশন কার্যক্রমের গতকাল ছিল শেষ গ্রুপের ৩৪ জন। এ উদ্যোগে সহযোগী হিসেবে আছে কুষ্টিয়ার দোয়ারকা দাস ফাউন্ডেশন।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সালেহ আহম্মেদ বলেন, ‘প্রতিবছরই আমরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ক্যাম্প করে বিনা মূল্যে দরিদ্র রোগীদের চোখের চিকিৎসা দিয়ে থাকি। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় ফ্রি আই ক্যাম্প পরিচালনা করা হয়। অপারেশনের পর সবাই পরিষ্কারভাবে দেখতে পারছে।’মন্তব্য