kalerkantho


আজ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন

সিলেট অফিস   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সিলেটে আসছেন। সমাবর্তন বক্তা থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব জানিয়েছেন, সমাবর্তন অনুষ্ঠান সফলে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠেয় সমাবর্তনে এক হাজার ৩৬৫ জন গ্র্যাজুয়েট যোগ দেবেন বলে তিনি জানান। এ ছাড়া অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকার কথা রয়েছে।মন্তব্য