kalerkantho


৫ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০রাজধানীর মিরপুরের দিয়াবাড়ী এলাকায় পাঁচ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা জানান, তিনি পেশায় বাসচালক। দিয়াবাড়ী এলাকার একটি টিনশেড বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তাঁর মেয়ে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্লে শ্রেণিতে পড়ে। গতকাল দুপুরে তাঁদের পাশের বাসার হাইকুল নামের এক ব্যক্তি শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে নির্যাতন চালায়। শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে হাইকুলের ঘরে চিৎকার শুনতে পায়। এরপর মায়ের ডাক শুনে শিশুটি দৌড়ে বাইরে চলে আসে এবং ঘটনা জানায়।শিশুটির বাবা আরো জানান, হাইকুল পেশায় দিনমজুরেরর কাজ করে। ঘটনার পরপরই বিপদ টের পেয়ে পালিয়ে যায় সে। এ বিষয়ে দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

 মন্তব্য