kalerkantho


রাষ্ট্রপতি বললেন

মুক্তজীবনে ফেরা হলো না

নিজস্ব প্রতিবেদক   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০সংসদ ভবনে এসে সাংবাদিক লাউঞ্জে আসবেন না দায়িত্বকালে এমনটা কখনো হয়নি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। গতকাল মঙ্গলবারও এর ব্যতিক্রম ঘটেনি। সংসদ অধিবেশনের মাগরিবের বিরতির আগে তিনি হাজির হলেন সাংবাদিক লাউঞ্জে।

সেখানে সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের খোঁজখবর নেন রাষ্ট্রপতি। ঘুরে ঘুরে সবার সঙ্গে করমর্দন করে কুশলাদি জানতে চান। বসন্ত নিয়ে স্মৃতিচারণার পাশাপাশি শুরু হয় তাঁর স্বভাবসুলভ আড্ডা।

এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘ভেবেছিলাম ২৩ এপ্রিলের (মেয়াদের শেষ দিন) পর আবার মুক্তজীবনে ফিরে যাব। কিন্তু সেটা তো আর হলো না।’ এ সময় সাংবাদিক লাউঞ্জের সুবিধা-অসুবিধার কথা জানতে চান তিনি।

আলাপচারিতায় উঠে আসে তাঁর আত্মজীবনী লেখার বিষয়টি। রাষ্ট্রীয় কাজের চাপে লেখার কাজে খুব বেশি সময় দিতে পারেন না জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘আত্মজীবনী লেখা শুরু করেছি, অনেক দূর এগিয়েছে। দ্রুতই লেখা শেষ করে ফেলব।’

এ সময় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবদুল হামিদকে অভিনন্দন জানানো হয়।মন্তব্য