kalerkantho


বেতার দিবসে সিলেটে ড. জাফর ইকবাল

শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রশ্ন ফাঁস সমস্যার সমাধান নয়

সিলেট অফিস   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রশ্ন ফাঁস সমস্যার সমাধান নয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা পরীক্ষার আগে ইন্টারনেট বন্ধ রাখা কোনোটাই প্রশ্ন ফাঁস সমস্যার সঠিক সমাধান নয় মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন, প্রশ্ন ফাঁসের মূল কারণ উদ্ঘাটন করে এর সমাধান করাটা জরুরি।

বিশ্ব বেতার দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. জাফর ইকবাল এ কথা বলেন। তিনি বলেন, ইন্টারনেট বন্ধের কথা না ভেবে প্রয়োজনে বিজি প্রেসে প্রশ্ন না ছাপিয়ে বিকল্প জায়গায় ভিন্ন উপায়ে প্রশ্ন ছাপানোর ব্যবস্থা নিতে হবে। এভাবে প্রশ্ন ফাঁস চলতে থাকলে এ দেশে শিক্ষার কোনো গুরুত্ব থাকবে না। সরকারকে এগুলো বন্ধ করতে হবে।’

প্রশ্ন ফাঁস নিয়ে নিজের সোচ্চার অবস্থানের কথা তুলে ধরে এই অধ্যাপক বলেন, ‘আমি শহীদ মিনারে বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছি। তখন প্রশ্ন ফাঁসের বিষয়টি স্বীকারও করা হয়নি। এখন স্বীকার করা হচ্ছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ তিনি বলেন, ‘কিভাবে প্রশ্ন ফাঁস রোধ করা যায় সে বিষয়ে ভাবতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে। এর সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে।’

বেতার দিবসে সিলেট বেতার কেন্দ্র আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ড. জাফর ইকবাল বলেন, ‘বেতারের প্রয়োজনীয়তা কখনো শেষ হবে না। আমাদের দায়িত্ব বেতারকে নতুন টেকনোলজির সঙ্গে খাপ খাওয়াতে হবে।’

 মন্তব্য