kalerkantho


রাষ্ট্রপতি সিলেটে যাচ্ছেন কাল

সিলেট অফিস   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল সিলেটে আসছেন। সিলেট কৃষি বিশ্বদ্যািলয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে এই সফরে এসে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী গতকাল মঙ্গলবার জানান, রাষ্ট্রপতি আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেটে এসে পৌঁছবেন। এরপর দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এ সময় তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক, এমএস ও পিএইচডি ডিগ্রিধারীদের সনদ প্রদান করবেন।

রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সিলেটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।মন্তব্য