kalerkantho


হাতিয়ায় আ. লীগ নেতার ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি   

১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবিবুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের ছোট ভাই।

ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম জানান, আজ (গতকাল) দুপুরে ইউনিয়নের মাইরচরা গ্রামের রবিউলের দোকানে বসে তাঁর ছোট ভাই হাবিবুর রহমান চা খাচ্ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী জোবায়ের ডাকাত, রহিম ও হাসানের নেতৃত্বে ১০-১২ জন মোটরসাইকেলে এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে চলে যায়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

ইউপি চেয়ারম্যান আরো জানান, সন্ত্রাসীরা একসময় বিএনপি করলেও এখন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আয়েশা আলীর প্রশ্রয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিষয়টি তিনি জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের জানিয়েছেন।

জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জসিম উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হাতিয়া থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, কারা ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।মন্তব্য