kalerkantho


হাবিপ্রবি

ডিনকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের দাবি আদায়

দিনাজপুর প্রতিনিধি    

২৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ডিন অধ্যাপক ড. মো. আতাউর রহমানকে তাঁর কার্যালয়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে দাবি আদায়ের আশ্বাস পেয়ে তারা সরে যায়।

হাবিপ্রবির কৃষি অনুষদের শিক্ষার্থীরা সময়মতো ক্লাস-পরীক্ষা ও ফল প্রকাশের জন্য এবং সেই সঙ্গে প্রজেক্টরের সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে। দাবি আদায় না হওয়ায় ওই অনুষদের সব বর্ষের শিক্ষার্থী গতকাল দুপুর ২টায় হাবিপ্রবির পুরনো প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ডিন অধ্যাপক ড. আতাউরের অফিস কক্ষের সামনে অবস্থান নেয় এবং তাদের দাবির ব্যাপারে স্লোগান দিতে থাকে। এরপর প্রক্টর অধ্যাপক ড. খালিদ হোসেন ও ছাত্র পরামর্শক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন খান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় এই দুজন শিক্ষক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল ৫টার পর সেখান থেকে চলে আসে।

প্রক্টর ড. খালিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় শান্তিপূর্ণ সমাধান হয়েছে।মন্তব্য